আইআরসিটিসি দুর্নীতি মামলা : ২০ ডিসেম্বর পর্যন্ত পিছোল শুনানি

নয়াদিল্লি, ১৯ নভেম্বর (হি.স.): ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড টু্যরিজম কর্পোরেশন (আইআরসিটিসি) দুর্নীতি মামলায় আবারও পিছোল শুনানি| আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত আইআরসিটিসি দুর্নীতি মামলার শুনানি পিছিয়ে দিয়েছে দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট| পরবর্তী শুনানির দিন, অর্থাত্ ২০ ডিসেম্বর ভিডিও কনফারেন্সিং মারফত বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদবকে হাজিরা নির্দেশ দেওয়া হয়েছে| পাশাপাশি ভিডিও কনফারেন্সিংয়ের ব্যবস্থা করার জন্য সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)-কেও নির্দেশ দিয়েছে পাটিয়ালা হাউস কোর্ট|
আইআরসিটিসি দুর্নীতি মামলায় ইতিমধ্যেই জামিন পেয়েছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা লালু-পত্নী রাবড়ি দেবী এবং তাঁদের ছেলে আরজেডি নেতা তেজস্বী যাদব| সোমবার আইআরসিটিসি দুর্নীতি মামলায় ভিডিও কনফারেন্সিং মারফত দিল্লির পাটিয়ালা হাউস কোর্টে হাজিরা দেওয়ার কথা ছিল লালু প্রসাদ যাদবের| কিন্তু, এদিন সিবিআই মামলা মুলতুবী করে দেয় পাটিয়ালা হাউস কোর্ট| মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ২০ ডিসেম্বর| ওই দিন ভিডিও কনফারেন্সিং মারফত লালু প্রসাদ যাদবকে হাজিরা নির্দেশ দেওয়া হয়েছে| পাশাপাশি ভিডিও কনফারেন্সিংয়ের ব্যবস্থা করার জন্য সিবিআইকেও নির্দেশ দিয়েছে পাটিয়ালা হাউস কোর্ট|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *