ইটানগর (অরুণাচল প্রদেশ), ১২ নভেম্বর, (হি.স.) : অরুণাচল প্রদেশের এক চা বাগানের কৰ্মচারীকে অপহরণ করা হয়েছে। অপহৃত কর্মচারীর নাম দেবব্ৰত দেব। আজ সোমবার সকালে কর্মক্ষেত্রে যাওয়ার পথে সাতজনের অস্ত্রধারী এক দল তাঁকে অপহরণ করেছে বলে জানা গেছে।
দেবব্রত দেবকে অপহরণের পর আলফা (স্বাধীন)-এর তরফ থেকে বাগান কর্তপক্ষের কাছে তাঁর মুক্তিপণ বাবদ নগদ তিন কোটি টাকা দাবি করে বার্তা পাঠানো হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, লোহিত জেলায় অবস্থিত চা বাগনের স্বত্বাধিকারী অরুণাচল প্রদেশের উপ-মুখ্যমন্ত্ৰী চাওনা মেইনের পত্নী।
এদিকে সঙ্গে-সঙ্গে ঘটনার খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে তৎক্ষণাৎ ছুটে গিয়ে খোঁজখবর নিয়ে অপহৃত দেবব্রতকে উদ্ধারে অভিযানে নেমে পড়েছে পুলিশ। তাঁকে অক্ষত অবস্থায় ফিরিয়ে আনতে নিয়োগ করা হয়েছে আধা-সেনাও। পুলিশ জানিয়েছে, এখনও ইতিবাচক সাফল্য তাঁরা লাভ করতে পারেননি। তবে আশা, শীঘ্রই অপহৃত দেবব্রত দেবকে উদ্ধার করা সম্ভব হবে।