নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ নভেম্বর৷৷ উড়াল পুল থেকে একটি জলের পাইপ খুলে পড়ার ঘটনাকে কেন্দ্র করে নাগেরজলা এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়৷ গুজব ছড়ে গিয়েছে উড়াল পুল ভেঙে পড়েছে৷ ঘটনার বিবরণে জানা গিয়েছে, উড়াল পুলে ব্যবহৃত জলের পাইপের একটি অংশ খুলে মাটিতে পড়ে যায়৷ পাইপটি অবশ্য প্লাস্টিকের ছিল৷ ঘটনা রাত সাড়ে আটটা নাগাদ৷ তখন অবশ্য এই সড়কে যানবাহন এবং লোকজনের চলাচল প্রায় নেই বললেই চলে৷ তাই কারোর উপর পড়েনি এবং কেউ আঘাতপ্রাপ্ত হয়নি৷ ঘটনার খবর ছড়িয়ে পড়তেই বহু লোক ঘটনাস্থলে ছুটে গিয়েছে৷ উড়াল পুলের নির্মাণ সংস্থার কর্মকর্তারাও সেখানে পৌঁছেন৷ পাইপটি সরিয়ে দেওয়া হয়েছে৷
2018-11-12