অযোধ্যা, ৬ নভেম্বর (হি. স.) : দীপাবলিতে উত্তরপ্রদেশের ফৈজাবাদের নাম বদলে অযোধ্যা ঘোষণা করল যোগী আদিত্যনাথের সরকার। তিনি বলেন
ভারতবর্ষের দুহাজার বছরেরও প্রাচীন সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
![](https://jagarantripura.com/wp-content/uploads/2017/01/yogi-adityanath-300x300.jpg)
ফৈজাবাদের নাম পরিবর্তন প্রসঙ্গে এদিন তিনি বলেন অতীতের বিপথগামী মানুষ কখনও কিছু করতে পারে না। অতীতের সঙ্গে যোগস্থাপন করতেই অযোধ্যা এসেছেন বলে জানান তিনি। অযোধ্যা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, “অযোধ্যার রূপেই অযোধ্যার পরিচয় “। সন্তদের সাথে এরপর জনকপুরে যাবেন বলে জানান তিনি। তিনি আরও বলেন অযোধ্যায় দীপাবলি উদযাপন দেখছে গোটা দেশ। পুরুষোত্তম রামচন্দ্রের নামে যে অযোধ্যার পরিচয় ও খ্যাতি সেই অযোধ্যায় কোনো অন্যায় তিনি হতে দেবেন না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী আদিত্যনাথ।