তিরুবনন্তপুরম, ৪ নভেম্বর (হি.স.) : সোমবার খুলছে শবরীমালা মন্দির। তার আগে রবিবার চূড়ান্ত নিরাপত্তার বেড়াজালে মুড়ে ফেলা হয়েছে শবরীমালা মন্দির সংলগ্ন অঞ্চলগুলি। পুলিশের আইজি অশোক যাদব জানিয়েছেন, পাম্বা থেকে সান্নিধানাম পর্যন্ত ১৫০০ পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে। সান্নিধান্নাম, পাম্বা, নিলাক্কাল, ইলাভানকালে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এই জায়গাগুলিতে ৬ নভেম্বর পর্যন্ত বলবৎ থাকবে ১৪৪ ধারা।
উল্লেখনীয়, সুপ্রিম কোর্টের নির্দেশে সব মহিলাদের জন্য খুলে দেওয়া হয় শবরীমালার মন্দিরের দরজা। সুপ্রিম নির্দেশকে মান্যতা দিতে গিয়ে ভক্তদের সঙ্গে খণ্ড যুদ্ধবাধে পুলিশের। বিগত কয়েক মাস ধরে চলা বিক্ষোভ, প্রতিরোধের জেরে কয়েকশো বিক্ষোভকারীদের গ্রেফতার করা হয়েছে।
অন্যদিকে, শবরীমালা নিয়ে রাজ্য পুলিশের অতিসক্রিয়তাকে কটাক্ষ করেছে রাজ্য বিজেপি। পরিস্থিতি দেখে মনে হচ্ছে ‘জরুরি অবস্থা’-র সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক কে সুরেন্ধ্রন। তিনি জানিয়েছেন, পরিত্র ও ধর্মীয় স্থানে জরুরি অবস্থার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েনকে কটাক্ষ করে কে সুরেন্ধ্রন বলেন, গোটা প্রক্রিয়াটি অগণতান্ত্রিক ও আইনবিরোধী। গতবার আমরা যা করেছিলাম। এবারও আমরা তাই করব। কোনও ভাবেই শবরীমালার পবিত্রতাকে নষ্ট হতে দেবো না।
উল্লেখনীয়, আগামী ৫ নভেম্বর, সোমবার পুনরায় উন্মুক্ত করে দেওয়া হবে কেরলের শবরীমালা মন্দিরের দরজা | আর তাই আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ৪-৬ নভেম্বর পর্যন্ত, টানা তিন দিন ধরে কেরলের সান্নিধানাম, পাম্বা, নীলাক্কল এবং এলাভুঙ্কা-এ ১৪৪ ধারা জারি করা হবে| ইতিমধ্যেই এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন পত্তনমতিট্টা জেলা কালেক্টর|
জেলা কালেক্টরের নির্দেশ অনুযায়ী, ৪-৬ নভেম্বর, টানা তিন দিন সান্নিধানাম, পাম্বা, নীলাক্কল এবং এলাভুঙ্কা-এ জারি করা হবে ১৪৪ ধারা| বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতেই এই সিদ্ধান্ত জেলা কালেক্টরের| প্রসঙ্গত, আগামী ৫ নভেম্বর বিশেষ প্রার্থনার জন্য খুলে দেওয়া হবে কেরলের শবরীমালা মন্দিরের দরজা | সূত্রের খবর, ৫ এবং ৬ নভেম্বর টানা ৪৮ ঘন্টার জন্য শবরীমালা মন্দিরের প্রবেশদ্বার খোলা থাকবে| তবে, সমস্ত বয়সের মহিলারা এই দু’দিনে মন্দিরে প্রবেশ করতে পারবেন কি না, তা নিয়ে নানা মুনীর নানা মত|