নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ অক্টোবর৷৷ প্রসূতি মায়ের মৃত্যুতে উত্তেজনা ছড়াল হাপানিয়াস্থিত ত্রিপুরা মেডিক্যাল কলেজ হাসপাতালে৷ চিকিৎসার গাফিলতির অভিযোগ এনে থানায় মামলা করেছে মৃতার পরিবার৷
জানা গেছে, প্রসব যন্ত্রণা নিয়ে ওই হাসপাতালে ভর্তি হন বিশালগড় নোয়াপড়ার বাসিন্দা সম্রাট মিয়ার স্ত্রী রুমেলা বেগম৷ শনিবার সকাল ১১টা নাগাদ নর্ম্যাল ডেলিভারি হয় ওই মহিলার৷ সদ্যোজাত শিশু ও প্রসূতি মা সুস্থ রয়েছেন বলে জানানো হয়েছিল হাসপাতালের তরফে৷ কিন্তু, সন্ধ্যা ছয়টা নাগাদ ওই মহিলার মৃত্যু হয়৷ তাতে উত্তেজনা ছড়ায় হাসপাতালে৷ মৃতার স্বামীর অভিযোগ, সন্তান প্রসব হওয়ার পর তার স্ত্রী কোন ধরনের চিকিৎসা পাননি৷ চিকিৎসক কিংবা নার্স কেউ তাঁকে দেখাশুনা করেননি৷ ফলে, ওই প্রসূতি মায়ের শারীরিক অবস্থার অবনতি হলেও হাসপাতাল কর্তৃপক্ষের নজরে তা আসেনি৷ এবিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোন বক্তব্য জানা যায়নি৷
মৃতার স্বামী চিকিৎসায় গাফিলতির অভিযোগ এনে আমতলি থানায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করেছেন৷ প্রসূতি মায়ের মৃত্যুর ঘটনায় হাসপাতালে উত্তেজনা ছড়ালেও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে৷