![](https://jagarantripura.com/wp-content/uploads/2013/10/murder-300x226.png)
পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, রবিবার গভীর রাত ১.৩০ মিনিট নাগাদ আসালফা মেট্রো স্টেশনের সন্নিকটে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের গুলিতে গুরুতর জখম হন কংগ্রেস নেতা মনোজ দুবে| রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকরা মৃত বলে ঘোষণা করেন| কি কারণে এই খুন, তা তদন্ত করে দেখছে পুলিশ| প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, সোশ্যাল মিডিয়ায় আপত্তিজনক পোস্টের জেরে এই হামলা|