শোনভদ্র, ১৪ অক্টোবর (হি.স.) : উত্তরপ্রদেশের শোনভদ্র জেলার ওবরা তাপবিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ আগুন। রবিবার সকালে তাপবিদ্যুৎ কেন্দ্রের ভেতর থেকে আগুনের লেলিহান বেরোতে দেখা যায়। আগুন লাগার খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে ছুটে আসে দমকলের ১২টি ইঞ্জিন। শুরু হয় আগুন নেভানোর কাজ।
আগুন লাগার কারণে তাপবিদ্যুৎ কেন্দ্রে ৯, ১০, ১১, ১২, ১৩ ইউনিট বন্ধ করে দেওয়া হয়। শোনভদ্রের অতিরিক্ত জেলাশাসক উমাকান্ত ত্রিপাঠি জানিয়েছেন, কি কারণে আগুন লাগেছে তা এখনও স্পষ্ট নয়। ঘটনাস্থলে পৌঁছিয়ে গিয়েছে রাজ্যের রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ সংস্থা উত্তরপ্রদেশ পাওয়ার কর্পোরেশন লিমিটেডের কর্তারা। জেলাশসক অমিতকুমার সিং জানিয়েছেন, আগুন নেভানোর জন্য সমস্ত রকমের প্রচেষ্টা করা হচ্ছে। ইউনিটগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। কর্মীদের নিরাপদ স্থানে নিয়ে আসা হয়েছে। এই অগ্নিকাণ্ডের ফলে কয়েক কোটি টাকার সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে।
উত্তরপ্রদেশ পাওয়ার কর্পোরেশন লিমিটেডের কর্তারা জানিয়েছেন, আগুন যদি দ্রুত নিয়ন্ত্রণে আনা না গেলে তবে গোটা তাপবিদ্যুৎ কেন্দ্রটাই বন্ধ করে দিতে হবে। তার ফলে গোটা রাজ্যজুড়ে ব্যাপক পরিমাণে বিদ্যুৎতের ঘাটতি তৈরি হবে। উল্লেখনীয়, ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ এই কেন্দ্র থেকে সরবরাহ করা হয়। ৯, ১০, ১১, ১২, ১৩ ইউনিট বন্ধ হয়ে যাওয়ার কারণে ২০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবারাহ বন্ধ হয়ে গিয়েছে। উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ সীমান্তে এই তাপবিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত।