![](https://jagarantripura.com/wp-content/uploads/2013/09/mayavati-300x210.jpg)
প্রসঙ্গত, ১৪ মাসের একটি শিশুকে ধর্ষণের অভিযোগে সবরকণ্ঠা জেলার হিম্মতনগরের কাছে গত ২৮ সেপ্টেম্বর বিহারের এক বাসিন্দা গ্রেফতার হওয়ার পর থেকেই গুজরাটের বিভিন্ন এলাকায় হামলা শুরু হয় হিন্দিভাষীদের উপর| আতঙ্কে গুজরাট ছাড়তে বাধ্য হচ্ছেন শয়ে শয়ে মানুষ| মূলত বিহার ও উত্তর প্রদেশের হিন্দি ভাষীরা আক্রান্ত হচ্ছেন|