ঢাকা, ৭ সেপ্টেম্বর (হি.স.) : যুবদের এশিয়া কাপ জিতল ভারত। ফাইনালে শ্রীলঙ্কাকে দুরমুশ করে এশিয়া কাপ জিতে নিল ভারতের অনূর্ধ্ব- ১৯ দল। রবিবার ঢাকায় স্পিনার হর্ষ ত্যাগীর ৬ উইকেটের সুবাদে ১৪৪ রানে লঙ্কাবাহিনীকে পর্যুদস্ত করে ভারত। এই নিয়ে ষষ্ঠবার আন্ডার নাইনটিন এশিয়া কাপ পকেটে পুরে নিল তারা।
প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কাকে ৩০৫ রানের বিশাল টার্গেট ছুড়ে দেয় ভারতের জুনিয়র দল। ৫০ ওভারে ৩ উইকেট হারিয়ে তারা করে ৩০৪ রান। যশস্বী জয়সওয়ালের ৮৫, প্রভসিমরন সিং-এর অপরাজিত ৬৫, অনুজ রাওয়াতের ৫৭ ও আয়ুশ বাদোনির অপরাজিত ৫২ রানের সুবাদে রানের পাহাড় গড়ে তোলে ভারত। বিশাল রানের টার্গেট তাড়া করতে নেমে খড়কুটোর মতো ভেঙে পড়ে শ্রীলঙ্কার ইনিংস। ৩৮.৪ ওভারে মাত্র ১৬০ রানেই পড়ে যায় তাদের ১০টি উইকেট। ভারতীয় স্পিনার হর্ষ ত্যাগী ৩৮ রানের বিনিময়ে ৬ উইকেট তুলে নিয়েছেন।