নয়াদিল্লি, ৪ অক্টোবর (হি.স.) : ডলারের তুলনায় টাকার দামের ক্রমাগত পতন নিয়ে প্রশাসনের বিরুদ্ধে সরব হলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। বৃহস্পতিবার ডলারের তুলনায় টাকার দাম নেমে দাঁড়ায় ৭৩টাকা ৭৭পয়সা। টাকা এখন নতুন কোন রেকর্ড গড়ছে না। তা এখন ভেঙে পড়ে গিয়েছে বলে ট্যুইটারে লিখেছেন রাহুল গান্ধী।
বুধবার বিষয়টি নিয়ে রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নীরবতা নিয়ে প্রশ্ন তোলেন। জনগণ বিষয়টি নিয়ে চিন্তিত হয়ে পড়েছে। অথচ প্রধানমন্ত্রী নীরব হয়ে গিয়েছেন। নিত্যপ্রয়োজনীয় মূল্যবৃদ্ধি, পেট্রোল-ডিজেলের ক্রমাগত মূল্যবৃদ্ধির ফলে দেশের মানুষ অবস্থা খুবই খারাপ। অথচ প্রধানমন্ত্রী একেবারে নীরব। উল্লেখনীয়, এদিনও পেট্রোল ও ডিজেলের দাম এদিনও বেড়েছে। গতকালের তুলনায় ৪৩ পয়সায় ডলারের নেমে গিয়েছে।