জাকার্তা, ৩ অক্টোবর (হি.স.) : বিধ্বস্ত ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপ। পর পর জোরালো ভূমিকম্প, সুনামির রেশ কাটতে না কাটতেই গোদের উপরবিষফোঁড়ার মত ইন্দোনেশিয়ায় সক্রিয় হয়ে উঠল একটি আগ্নেয়গিরি। সূত্রের খবর অনুযায়ী, বুধবার সকাল থেকে ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপেরমাউন্ট সপুতান থেকে কালো ধোঁয়া উঠতে থাকে। পরে সেটির তীব্রতা বাড়তে থাকে। স্থানীয় সময় সকাল ৯টা থেকে আগ্নেয়গিরি থেকে কালো ধোঁয়া বেরহতে থাকে। প্রায় ৪কিমি উঁচু ধোঁয়া উঠতে থাকে।
উল্লেখ্য, আগ্নেয়গিরি সক্রিয় হতেই মাউন্ট সপুতান র কাছাকাছি লোকালয় খালি করার সতর্কবার্তা জারি করা হয়েছে। ওই এলাকা দিয়ে চলাচল করাওনিষেধাজ্ঞা জারি হয়েছে। মাউন্ট সপুতান জেগে ওঠার সঙ্গে সঙ্গে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে ইন্দোনেশিয়ায়। এখনও পর্যন্ত ১৩০০ মানুষের মৃত্যুর খবরপাওয়া গিয়েছে। বিভিন্ন জায়গায় এখনও উদ্ধারকাজ শুরু করা যায়নি। বিধ্বস্ত পালু দ্বীপের বিভিন্ন জায়গায় ধবংসস্তূপ সরানো যায়নি। সেখানেও দেহউদ্ধার হতে পারে বলে আশঙ্কা। তবে দ্রুত স্বাভাবিক হওয়ার চেষ্টায় ইন্দোনেশিয়ার বাসিন্দারা।
উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠে সেন্ট্রাল ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপ। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.৭।ভূমিকম্পের পরই সুনামি সতর্কতা জারি করে ইন্দোনেশিয়ার ডিজাস্টার এজেন্সি। এরপর সুনামির ধাক্কা লাগল ইন্দোনেশিয়ার পালু শহরে। ভয়াবহভূকম্পের পরেই সুলাওয়েসি দ্বীপে সুনামি আছড়ে পড়েছে পালু শহরে।