কলকাতা, ২ অক্টোবর (হি. স.) : এবার গানের জগতে আগমন ঘটেছে কুমার শানুর সুপুত্র জানের । কুমার শানুর গানের জাদু দাগ কাটেনি এরকম ভারতবাসী খুজে পাওয়া দায় । একটা সময় শুধু তাঁর গানই বাজতো দূর্গা পুজোর প্যান্ডেলে প্যাণ্ডেলে।এবার কলকাতার সঙ্গীত মহলের আশা, ভারতবাসীর মনে দাগ কাটবে জানের গান । সে কি টেক্কা দিতে পারবে তাঁর বাবাকে ? নাকি প্রতিদন্ধী হয়ে দাঁড়াবে বাবার এই প্রশ্নের মুখোমুখি জান নিজেই।
কুমার শানু-অনুরাধা পড়ওয়াল হোক অথবা কুমার শানু -অলকা ইয়াগনিক, কিংবা সাধনা সরগম,গান রিলিজ মাত্রই সুপার ডুপার হিট ৷ বিক্রি সব ক্যাসেট । সময়ের সঙ্গে সঙ্গে অনেক গায়কের বদলও হয়েছে ৷ তবে কুমার শানুর ক্যারিশ্মা আজও মজবুত ৷ তবে এবার বরানগরের ভট্টাচার্য পরিবার নতুন চমক দিতে চলেছে ।পরিবারের ধারা বজায় রাখছে কুমার শানুর ছেলে জান কুমার শানু ৷ ২৪ বছরের জান পরিচালক রামকমল মুখোপাধ্যায়ের আপকামিং ছবি ‘সিজন’স গ্রিটিংস’-এ প্লেব্যাকের মাধ্যমে বলিউডে ডেবিউ করতে চলেছে ৷
এর আগে কুমার শানুর মেয়ে শ্যানন তাঁর মিউজিক কেরিয়ারও শুরু করেছিলেন । এ বার বাবার পথেই সামিল শানুর প্রথম স্ত্রী রীতা ভট্টাচার্যের ছোট ছেলে জান কুমার শানু। প্রয়াত ঋতুপর্ণ ঘোষের প্রতি শ্রদ্ধা জানাতে একটি ছবি বানাতে চলেছেন রামকমল ৷ যে ছবিতে অভিনয় করতে দেখা যাবে পাওলি দাম ও লিলেট দুবেকে ৷ এবার সেই ছবির জন্যই কলকাতায় প্লেব্যাক করলেন ২৪ বছরের জান ৷
ছবিতে প্লেবব্যেকের আগে জান তাঁর কেরিয়ার শুরু করেছিলেন তাঁর বাবারই গাওয়া গান ‘দিল মেরা চুরায়া কিউ’দিয়ে এরপর তাঁর গলায় বাংলা গানও শোনা গেছে ৷ ‘সিজন’স গ্রিটিংস’-এ গান গাওয়া নিয়ে বলতে সামনে জিগার কি পাস কেদারনাথ ভট্টাচার্যের বিখ্যাত গান। ‘সিজন’স গ্রিটিংস’-এ গান গাওয়া নিয়ে জানের কাছ থেকে জানা যায় তাঁর চেয়ে তাঁর মা রীতা ভট্টাচার্য বেশী উত্তেজিত । কারন রবীন্দ্রনাথ ঠাকুরের গান দিয়েই বলিউডে যাত্রা শুরু হচ্ছে তাঁর।
আগামী নভেম্বর কলকাতার অ্যাশর্টেড মোশান পিকচার্স এবং এসএসআই এন্টারনেটমেন্টসের প্রযোজনায় এই সিজন’স গ্রিটিংস এর শুটিং শুরু হতে চলেছে। সেই উপলক্ষ্যেই কলকাতায় এসেছিলেন জান কুমার শানু । \”হিন্দুস্থান সমাচার\”কে জানালেন, প্রথম ছবিটার ব্যাপারে তিনি খুবই আশাবাদী। তবে বাবাকে ছাপিয়ে যেতে পারবেন কিনা সে প্রশ্নের উত্তরে লাজুক চোখে নিশ্চুপ শানু পুত্র। তবে টালিগঞ্জ ইন্ডাস্ট্রির অপেক্ষা দর্শক কার গান বেশী পছন্দ করবে বাবার নাকি ছেলের । তবে কি শেষে ছেলেই প্রতিদন্ধী হয়ে দাঁড়াবে বাবার ! তা অবশ্য সময়ই বলে দেবে । আর মাত্র কয়েকটি মাসের প্রতীক্ষা।