![](https://jagarantripura.com/wp-content/uploads/2018/10/Krishna-Raj-Kapoor-300x218.jpg)
১৯৪৬ সালের মে মাসে কিংবদন্তি বলিউড অভিনেতা, প্রযোজন, পরিচালক রাজ কাপুরের সঙ্গে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হন তিনি। তাদের তিন পুত্র ঋষি কাপুর, রণধীর কাপুর, রাজীব কাপুর ও দুই মেয়ে রিতু নন্দা, রিমা কাপুর । পরিবারের তরফ থেকে জানানো হয়েছে চেম্বুরে শেষকৃত্য সম্পন্ন করা হবে কৃষ্ণা রাজ কাপুরের। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বলিউডে। শোকপ্রকাশ করে সোশ্যাল
মিডিয়ায় ট্যুইট করেছেন বিশিষ্ট বলিউড অভিনেত্রী রবিনা টেন্ডন। ট্যুইটবার্তায় তিনি লিখেছেন, ‘গোটা কাপুর পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। এক যুগের অবসান হল আজ। ঈশ্বর শোকস্তব্ধ পরিবারকে এই দুঃখের দিনে শক্তি দিক। আমি তাঁর আত্মার শান্তির কামনা করছি।
বর্ষীয়ান বলিউড অভিনেতা অনুপম খের বলেন, শ্রীমতী কৃষ্ণা রাজ কাপুরের প্রয়াণের খবর পেয়ে দুঃখ পেয়েছি। তিনি একজন দৃঢ় ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। তাঁর আত্মার শান্তি কামনা করছি।
বিশিষ্ট লেখক সুহেল শেঠ ট্যুইটে লিখেছেন, তাঁর মৃত্যু সংবাদের খবর পেয়ে খুব দুঃখ পেয়েছি। এক অত্যন্ত ভাল মানুষ ছিলেন। কাপুর পরিবারের মূল চালিকা শক্তি তিনিই ছিলেন। দুর্দান্ত মহিলা ছিলেন তিনি।
উল্লেখনীয় পুত্র রণধীর কাপুরই তাঁর মৃত্যু সংবাদ জনসমক্ষে আনেন।