
চিদম্বরমের আরও প্রশ্ন, ‘জরুরি ভিত্তিতে ক্রয়ের কারণ আসলে কি? আপনি কি জরুরি ক্রয় করছেন, যার প্রদান (ডেলিভেরি) তারিখ ৭ বছর পরে?’ প্রসঙ্গত, রাফায়েল চুক্তি প্রসঙ্গে এর আগে নরেন্দ্র মোদী সরকারকে বহুবার আক্রমণ করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী| এবার চিদম্বরমও কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন|