গুয়াহাটি, ২৬ আগস্ট, (হি.স.) : কর্মসংস্থানের উদ্দেশে বহিঃরাজ্যে গিয়ে ফের রহস্য-মৃত্যু হয়েছে জনৈক অসমিয়া যুবকের। ইতিমধ্যে নিহত যুবকের মৃতদেহ উত্তরপ্রদেশে উদ্ধার হয়েছে রহস্যজনক পরিস্থিতিতে। উদ্ধারকৃত যুবক লখিমপুর জেলার অন্তর্গত ঢকুয়াখানার কলাবিকা সোমপাড়ার বাসিন্দা দীপেন নায়েক (৩৮) বলে পরিচয় পাওয়া গেছে।
জানা গেছে, কাজের সন্ধানে মুম্বাই গিয়েছিলেন ঢকুয়াখানার বাসিন্দা দীপেন নায়েক। একটি বেসরকারি কোম্পানিতে তিনি কাজও পেয়েছিলেন। কিন্তু গতকাল তার মৃতদেহ উত্তরপ্রদেশের দিলদারনগর রেলস্টেশন থেকে প্রায় চার কিলোমিটার দূরে এক জায়গায় রেল লাইনের পাশে উদ্ধার হয়েছে বলে এক খবর তাঁর বাড়িতে এলে সকলে হতভম্ব, নির্বাক হয়ে যান। নিহত দীপেনের পরিবারবর্গ এবং প্রতিবেশীদের বক্তব্য, এ মৃত্যু স্বভাবিক নয়, তাঁদের ছেলেকে খুন করা হয়েছে।

এদিকে, ছেলের মৃতদেহ বাড়ি নিয়ে আসতে প্রয়োজনীয় টাকা যোগাড় করতে গিয়ে হিমশিম খচ্ছেন দরিদ্ৰ বাবা মা। এ ব্যাপারে গ্রামের মানুষের পাশাপাশি নিহতের বাবা মা দীপেনের মৃতদেহ বাড়ি নিয়ে আসতে সরকারের কাছে আর্জি জানিয়েছেন। গ্রামের মানুষজন জানান, গরিব ঘরের দীপেন মনে অজস্র আশা নিয়ে সুদূর মু্ম্বাই পাড়ি দিয়েছিল তাঁর পরিবারের স্বাচ্ছন্দ্য ভরণপোষণ দেওয়ার উদ্দেশ্যে। কিন্তু ঈশ্বর তার পরিবারকে স্বাচ্ছন্দ্য দিতে চাননি বলেই দরিদ্র এই পরিবারের ওপর এই দুর্যোগ নেমে এসেছে। গ্রামের সর্বস্তরের জনসাধারণ দীপেন নায়েকের মৃত্যু রহস্য উদ্ঘাটন করতে সরকারের কাছে আবেদন জানিয়েছেন।