নটিংহ্যাম, ১৫ আগস্ট (হি.স.) : বুধবার দেশের ৭২তম স্বাধীনতা দিবসে ব্রিটিশভূমিতে ভারতের জাতীয় পতাকা তুলে স্বাধীনতা দিবস করল টিম কোহলি৷ নটিহ্যাংমে টিম হোটেলের বাইরে ভারতেরপতাকা তোলেন ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী৷ তারপর একই সঙ্গে জাতীয় সঙ্গীত গাইলেন টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা৷
বাইশ গজে ইংরেজদের গড়ে পরাভূত ভারত৷ পাঁচ টেস্টের সিরিজে প্রথম দু’টি টেস্ট হেরে ০-২ পিছিয়ে টিম কোহলি৷ শনিবার থেকে ট্রেন্ট ব্রিজে তৃতীয় টেস্ট খেলতে নামছে শাস্ত্রীর ছেলেরা৷ হারলেওসিরিজ হাতছাড়া বিরাটদের৷ পাশাপাশি থাকবে হোয়াইটওয়াশ (০-৫) হওয়ার ভ্রুকুটি৷ তবে সমর্থকদের প্রতি বিরাটের কাতর আবেদন, আস্থা রাখুন আমরা সিরিজে ঘুরে দাঁড়াব৷
দেশের ৭২তম স্বাধীনতা দিবসে পতাকা তুলে যেন এই শপথ নিলে বিরাট অ্যান্ড কোং৷ নটিংহ্যামে টিম হোটেলের বাইরে বুধবার সকালে জাতীয় পতাকা উত্তোলন করেন শাস্ত্রী৷ তাঁকে সঙ্গে দেনক্যাপ্টেন কোহলি৷ তার পর পুরো টিম জাতীয় সঙ্গীত গেয়ে স্বাধীনতা দিবস উৎযাপন করে৷ কিন্তু শুধু মাঠের বাইরের নয়, বাইশ গজেও দেশের পতাকা উড়াতে বিরাটদের দেখতে চান ভারতীয়ক্রিকেট ফ্যানেরা৷