মুর্শিদাবাদ, ১৩ আগস্ট (হি.স.) : মুর্শিদাবাদে দেড় কেজি হেরোইন সহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করল পুলিশ। রবিবার রাতে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও লালগোলা থানার পুলিশ ওই কারবারিদের গ্রেফতার করে।
পুলিশ সুত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবরের ভিত্তেতে অভিযান চালিয়ে ওই হেরোইন উদ্ধার করে পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে দেড় কেজি হেরোইন। ওই ঘটনার সাথে আরও বড় কোন পাচার চক্রের হাত রয়েছে কি না তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।