ঢাকা, ১২ আগস্ট (হি.স.) : বাংলাদেশে ‘নিরাপদ সড়কে’র দাবিতে উত্তাল ছাত্র আন্দলনের জেরে কুর্মিটোলার শহিদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ সংলগ্ন রাস্তায় আন্ডারপাস নির্মাণের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার কলেজ প্রাঙ্গণে আয়োজিত শিলান্যাস অনুষ্ঠানে ছাত্র সমাজকে ‘ধৈর্য্য’ সহযোগে কাজের পরামর্শ দেন প্রধানমন্ত্রী হাসিনা৷
গত ২৯ জুলাই রাজধানী ঢাকার বিমানবন্দর সড়কে এমইএস অঞ্চলে পথ দুর্ঘনায় মারা যান দুই কলেজ ছাত্র৷ জাবালে নূর পরিবহণের একটি বাসের ধাক্কায় মারা যান শহিদ রমিজ উদ্দিন কলেজের দুই পড়ুয়া দিয়া খানম মিম ও আবদুল করিম রাজীব। এই পথ দুর্ঘটনার পরই ‘নিরাপদ সড়কে’র দাবিতে রাস্তায় নামেন পড়ুয়ারা৷ আন্দোলন ছড়িয়ে পড়ে গোটা বাংলাদেশ৷ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা অবতীর্ণ হয় পুলিশের ভূমিকা৷ গাড়ির চালকের লাইসেন্স ও যানবাহনের কাগজপত্র পরীক্ষা করতে শুরু করেন পড়ুয়ারা৷ ‘নিরাপদ সড়কের দাবি’তে আন্দোলনকারী পড়ুয়ারা সরকারের কাছে ছয় দফা দাবি পেশ করেন৷
বাংলাদেশের বেশ কয়েকটি জায়গায় গুজবের বশে শিক্ষার্থীদের উপর পুলিশ চড়াও হয় বলে অভিযোগ আন্দোলনকারীদের৷ এরই মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহিদ রমিজ উদ্দিন কলেজের পড়ুয়াদের জন্য পাঁচটি বাসের ঘোষণা করেন৷ এ ছাড়া সরকারের পক্ষ থেকে নিহত দু’জন পড়ুয়ার পরিবারকে ২০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হয়৷ পাশাপাশি এদিন সকালে কলেজ সংলগ্ন রাস্তায় আন্ডারপাস নির্মাণের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী৷