নেশামুক্ত ও নারী নির্যাতনমুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে কাজ চলছে ঃ মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ আগস্ট ৷৷ আমাদের রাজ্যে শিক্ষা, সংসৃকতি, ক্রীড়া ক্ষেত্রে বহু প্রতিভাবন ব্যক্তি রয়েছেন৷ রাজ্য সরকারের কাজ হল সঠিক মূল্যায়নের মাধ্যমে তাদের উৎসাহিত করা৷ বর্তমান রাজ্য সরকার সেই দিশাতেই কাজ করছে৷ আজ উদয়পুরের রাজর্ষী কলাক্ষেত্রে উদয়পুর ইংলিশ মিডিয়াম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তিনি বলেন, বর্তমানে রাজ্য সরকার শিক্ষার উন্নয়নে সর্বাধিক গুরুত্ব দিয়েছে৷ ছাত্র ছাত্রীদের গুণগত শিক্ষা প্রদানের জন্য রাজ্য সরকার গুরুত্বসহকারে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে কাজ করছে৷ তিনি বলেন, রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে রাজ্যের শিক্ষামন্ত্রী বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করেছেন৷ রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, প্রতি বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ মেধা তালিকার প্রথম ৫ জনকে অ্যাওয়ার্ড প্রদান করা হবে৷ শুধু শিক্ষা নয় ক্রীড়া, সংসৃকতি সিভিল সার্ভিস প্রভৃতি ক্ষেত্রের শেষ্ঠদেরও পুরস্কার প্রদান করবে রাজ্য সরকার৷
মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার রাজ্যের ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতের কথা চিন্তা করে শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করছে৷ ধলাই জেলায় নবোদয় বিদ্যালয় স্থাপন করার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে বিনামূল্যে ২০ কের জমি প্রদান করা হয়েছে৷ তিনি বলেন, বিগত সরকারের আমলে রাজ্যে ট্রিপল আইটি স্থাপন করার জন্য কোনও উদ্যোগ নেয়া হয়নি৷ কারণ তারা চাইছিল না ত্রিপুরায় ভবিষ্যতে এডুকেশন হাব তৈরি হোক৷ কিন্তু বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গেই রাজ্যে ট্রিপল আইটি স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে৷ ইতিমধ্যেই এন আই টি-তে ক্লাস শুরু হয়ে গেছে৷ মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, গরিব মেধাবী ছাত্র-ছাত্রী যাদের ৫০ শতাংশ নম্বর রয়েছে তারা ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে কোর্স করতে পারবে৷ এই ঋণের সুদের টাকা বহন করবে রাজ্য সরকার৷ এছাড়াও জনজাতি এলাকায় শিক্ষার মানোন্নয়নে নতুন ২৪টি একলব্য মডেল রেসিডেনশিয়াল বিদ্যালয় স্থাপন করা হবে৷ ইতিমধ্যেই এর অনুমোদন পাওয়া গেছে৷ আগামী ৩ বছরের মধ্যে এই সুকলগুলি চালু করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে৷ মুখ্যমন্ত্রী বলেন, আমাদের স্বপ্ণ হল ত্রিপুরাকে একটি শ্রেষ্ঠ রাজ্য রূপে গড়ে তোলা৷ সেই জন্য শিক্ষাসহ প্রতিটি বিষয়েই আমরা গুরুত্ব দিয়ে কাজ করছি৷ বর্তমান সরকার রাজ্যে এডুকেশন হাব বানানোর পরিকল্পনা নিয়ে কাজ করছে৷ শুধু তাই নয়, আগামী ২০১৯ সালের ডিসেম্বরের মধ্যে সাব্রুমে ফেনী নদীর উপর সেতুটির নির্মাণ কাজ শেষ হলে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির জন্য বিজনেস হাব হবে ত্রিপুরা৷ এরফলে রাজ্যের ছেলে-মেয়েদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে৷ বিগত সরকারের আমলে রাজ্যের ছেলে মেয়েদের শুধুমাত্র সরকারি চাকুরীর উপর নির্ভরশীল করে তোলা হয়েছিল৷ কর্মসংস্থানের কোনও বিকল্প উপায় সৃষ্টি করা হয়নি৷ কিন্তু বর্তমান রাজ্য সরকার সরকারি চাকুরীর পাশাপাশি ছেলে-মেয়েদের স্বরোজগারী করার লক্ষ্যে কাজ করছে৷ তিনি বলেন, আমরা নেশামুক্ত, নারী নির্যাতনমুক্ত ত্রিপুরা গড়ার শপথ নিয়ে কাজ করছি৷ আমাদের পূর্ণ বিশ্বাস, ৩৭ লক্ষ ত্রিপুরাবাসীর আশীবার্দে ভিশন ডকুমেন্টে যা যা বলা হয়েছিল তা আগামী পাঁচ বছরের মধ্যে আমরা পূরণ করব৷ মুখ্যমন্ত্রী উদয়পুর ইংলিশ মিডিয়াম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের এ বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার মেধা তালিকায় স্থান পাওয়া ছাত্র-ছাত্রীদের অভিনন্দন জানান৷ এই বিদ্যালয় আগামী দিনেও আরও খ্যাতি অর্জন করে উদয়পুর সহ রাজ্যের নাম উজ্জ্বল করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী৷ অনুষ্ঠানে সম্মানিত অতিথির ভাষণে পর্যটন দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহরায় বলেন, রাজ্যের শিক্ষাক্ষেত্রে উদয়পুর ইংলিশ মিডিয়াম বিদ্যালয় একটি উল্লেখযোগ্য নাম৷ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকাসহ অভিভাবকদের সহযোগিতায় এই বিদ্যালয় সুনাম অর্জন করেছে৷ উদয়পুরের অভিভাবকগণ দীর্ঘদিন ধরে দাবি করে আসছিলেন উদয়পুরে আরও একটি ইংরেজি মাধ্যম সুকল চালু করার৷ কিন্তু বিগত সরকার অভিভাবকদের এই দাবিকে গুরুত্ব দেয়নি৷ বর্তমান রাজ্য সরকার অভিভাবকদের দাবির পরিপ্রেক্ষিতে উদয়পুরে আরও একটি ইংরেজি মাধ্যম বিদ্যালয় স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে৷ রাজ্য সরকার রাজ্যে গুণগতমান সম্পন্ন শিক্ষার উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে কাজ করছে৷
অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন উদয়পুর ইংলিশ মিডিয়াম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারাধন সাহা ও চা উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সন্তোষ সাহা৷ অনুষ্ঠানে এই বিদ্যালয়ের ৯ জন ছাত্র-ছাত্রী যারা এ বারের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার মেধা তালিকায় স্থান করে নিয়েছে তাদের সম্মাননা প্রদান করেন মুখ্যমন্ত্রী সহ অনুষ্ঠানের অন্যান্য অতিথিগণ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *