দিল্লির স্কুলে ছাত্রী ধর্ষণের ঘটনায় পুলিশ ও স্কুল কর্তৃপক্ষকে নোটিশ পাঠাল দিল্লি মহিলা কমিশন

নয়াদিল্লি, ১০ আগস্ট (হি.স.) : দিল্লির সরকারি স্কুলে ছাত্রী ধর্ষণের ঘটনায় দিল্লি পুলিশ ও স্কুল কর্তৃপক্ষকে নোটিশ পাঠাল দিল্লি মহিলা কমিশন। বৃহস্পতিবার স্কুলের মধ্যেই ধর্ষিতা হয় ৬ বছরের ওই শিশুটি। শিশুর বয়ানের ভিত্তিতে একজন ইলেক্ট্রিক মিস্ত্রিকে গ্রেফতার করেছে পুলিশ।অভিযোগ, ওই যুবক শিশুটিকে স্কুল কম্পাউন্ডের মধ্যে থাকা পাম্প হাউসের মধ্যে নিয়ে গিয়ে ধর্ষণ করে । এই ঘটনার প্রতিবাদে শুক্রবার স্কুলে বিক্ষোভ দেখান অভিভাবকরা। একজন অভিভাবক বলেন, যেখানে কোনও মহিলা স্কুলে ঢুকতে চাইলে রেজিস্ট্রারে এন্টি করতে হয়্। সেখানে কিভাবে স্কুলের মধ্যে একজন পুরুষ ঢুকল?
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার স্কুল থেকে ফিরছিল দ্বিতীয় শ্রেণির ওই পড়ুয়া। সেই সময় তাকে স্কুলের পাম্প ঘরে টেনে নিয়ে যায় অভিযুক্ত ব্যক্তি। অভিযোগ, এরপর সেখানেই শিশুটিকে ধর্ষণ করে ওই ইলেকট্রিশিয়ান। জানা গিয়েছে, ওই বাচ্চাটির পরিবার স্কুলের কাছেই একটি বস্তিতে থাকে। স্কুল থেকে বাড়ি ফিরলে বাচ্চাটির মা প্রথম দেখতে পান যে তাঁর মেয়ের গোপনাঙ্গ থেকে রক্ত বেরচ্ছে। সঙ্গে সঙ্গেই স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় বাচ্চাটিকে। সেখানেই চিকিৎসকরা জানান, ধর্ষণের শিকার হয়েছে ওই শিশু। অভিযুক্ত ইলেকট্রিশিয়ানকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার তাকে আদালতে তোলা হয়। ঘটনার প্রতিবাদে অভিভাবকরা এদিন স্কুল চত্বরে বিক্ষোভ দেখায়। জানা গিয়েছে, গত একমাস ধরে ওই স্কুলে কাজ করছিল এই ইলেকট্রিশিয়ান। পুলিশ জানিয়েছে, আদতে বছর ৩৭-এর ওই ব্যক্তি দিল্লি পুরসভার স্থায়ী কর্মী। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে স্কুলের মধ্যে শিশুদের যৌন হেনস্থার ঘটনা এই প্রথম নয়। দে শের বিভিন্ন প্রান্তে বহুবার ঘটেছে শিউরে ওঠার মতো এ হেন ঘটনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *