
ইন্দোনেশিয়ার ভূতত্ত্ববিদরা জানিয়েছেন, স্থানীয় সময় অনুযায়ী রবিবার সন্ধ্যা ৬.৪৫ মিনিট নাগাদ ৭.০ তীব্রতার ভূমিকম্পে কেঁপে ওঠে লম্বক আইল্যান্ড| ভূকম্পন অনুভূত হয় প্রতিবেশী দ্বীপ বালিতেও| শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা সবচেয়ে বেশি উত্তর লম্বকে, সেখানে ৭২ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে ৬৩ জন| এছাড়াও গিলি আইল্যান্ডে একজনের মৃত্যু হয়েছে, বালি-র ডেনপাসারে দু’জনের মৃত্যু হয়েছে| প্রশাসন সূত্রের খবর, বহুতল ভেঙে ও ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে অধিকাংশ মানুষের মৃত্যু হয়েছে| ভূমিকম্পের ঝাঁকুনিতে ৩ হাজারেরও বেশি ঘর-বাড়ি ভেঙে পড়েছে| ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন প্রেসিডেন্ট জোকো উইডোবো|
ভূমিকম্পের সময় লম্বকে ছিলেন সিঙ্গাপুরের আইন ও স্বরাষ্ট্রমন্ত্রী কে শানমুগম| তিনি ফেসবুক মারফত নিজের অভিজ্ঞতার কথা ব্যক্ত করেছেন| লিখেছেন, ‘সেই সময় দাঁড়িয়ে থাকাটা অসম্ভব হয়ে পড়েছিল|’ ভূমিকম্পের জেরে উত্তর লম্বক, বালির পূর্ব এবং উত্তরাংশ, পূর্ব জাভার উত্তরভাগ-সহ দেশের একাধিক স্থানে সুনামির সতর্কতা জারি করা হয়|