BRAKING NEWS

মমতা অথবা মায়াবতীকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তুলে ধরলে আপত্তি নেই, ফের জানালেন দেবেগৌড়া

নয়াদিল্লি, ৬ আগস্ট (হি.স.): আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপিকে উত্খাত করতে তত্পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়| ১৯-এর লোকসভা ভোটের আগে বিজেপির বিরুদ্ধে বিরোধী দলগুলিকে এককাট্টা করার উদ্যোগের অন্যতম কারিগর মমতাই| প্রধানমন্ত্রী পদে মমতা বন্দ্যোপাধ্যায়কে মেনে নিতে কোনও আপত্তি নেই প্রাক্তন প্রধানমন্ত্রী তথা জনতা দল (সেক্যুলার) প্রধান এইচ ডি দেবেগৌড়ার| দেবেগৌড়ার এই মন্তব্যের পরই রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়ে যায়| এই পরিস্থিতিতে সোমবার দেবেগৌড়া আবারও জানালেন, ‘প্রথমে, কংগ্রেসের তরফে জানানো হয়েছিল রাহুল গান্ধীই প্রধানমন্ত্রী পদপ্রার্থী| কিন্তু, একজন সাংবাদিক আমাকে জিজ্ঞাসা করেছিলেন, কংগ্রেস যেহেতু মহিলা প্রার্থী চাইছে তাই মমতা বন্দ্যোপাধ্যায় অথবা মায়াবতীকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তুলে ধরতে পারে| সাংবাদিককে জানিয়েছিলাম, এতে আমার কোনও সমস্যা নেই|’
উল্লেখ্য, এর আগে প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়া বলেছিলেন, ‘মমতাকে যদি প্রধানমন্ত্রী মুখ হিসেবে তুলে ধরা হয় তবে সেটা খুবই ভালো| ইন্দিরা গান্ধী ১৭ বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলেছেন| সবসময় আমরা (পুরুষরা) কেন প্রধানমন্ত্রী হব?’ কয়েকদিন আগে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীও ইঙ্গিত দিয়েছিলেন ২০১৯ সালে মমতাকে প্রধানমন্ত্রী পদের অন্যতম দাবিদার হিসেবে দেখতে তাঁর কোনও আপত্তি নেই|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *