শ্রীনগর, ৩১ জুলাই (হি.স.) পাকিস্তাারণ নির্বাচনে ইমরান খানের জয়লাভের পর তাকে শুভেচ্ছা জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে স্বাগত জানালেন পিডিপি নেত্রী তথা জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। মঙ্গলবার মাইক্রোব্লগিং সাইট টুইটারে পিডিপি নেত্রী তথা জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি লেখেন, আশা করব আনুষ্ঠানিকতার উর্দ্ধে উঠে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক চিরস্থায়ী ভাবে ভাল হবে।
প্রসঙ্গত, ইমরান খানকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী এক বার্তায় লিখেছিলেন আশা করব পাকিস্তানে গণতন্ত্রের শিখড় আরও বেশি সুদূরপ্রসারি হয়ে উঠবে। সম্প্রতি নির্বাচনে পাকিস্তানের বৃহত্তম দল হিসেবে জয়ী হওয়ার পর ইমরান খান কাশ্মীরের প্রসঙ্গে ভারতকে আলোচনার টেবিলে বসার আহ্বান জানান।