
পশ্চিমবঙ্গ, অসম, মেঘালয়, ত্রিপুরা, নাগাল্যান্ড ও সিকিমের সমস্ত স্থল সীমান্ত এলাকায় কড়া নজরদারি চলছে। সিল করে দেওয়া হয়েছে বাংলাদেশ লাগোয়া বেশ কিছু বর্ডার আউট পোষ্ট (বিওপি)। সর্বত্র তল্লাশি অব্যাহত বিএসএফ-এর। বিএসএফ জওয়ানরা গ্রামবাসীদের নিয়ে বিভিন্ন স্থানে করছেন প্রচার অভিযান। প্রচার অভিযানে জানাও হচ্ছে, অপরিচিত কাউকে দেখতে পেলেই খবর দিতে হবে বিএসএফের বর্ডার আউট পোষ্ট (বিওপি)-এ।