
বিপদসীমার (১৮ ফুট) উপর দিয়ে বইছে ঝিলম নদীর জলস্তর| এই পরিস্থিতিতে আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে শ্রীনগর সহ সেন্ট্রাল কাশ্মীরের বিভিন্ন জেলায়| শনিবার সকাল আটটা নাগাদ দক্ষিণ কাশ্মীরে সঙ্গমে ২৩.২৯ ফুট উচ্চতায় পেঁৗছে যায় ঝিলম নদীর জলস্তর| ওই একই সময়ে রাম মুন্সিবাগে ঝিলম নদীর জলস্তর ছিল ২০.৭৭ ফুট উচ্চতায়| ভারী বৃষ্টিপাত ও খারাপ আবহাওয়ার জন্য কাশ্মীরের সমস্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন| শ্রীনগরের ডেপুটি কমিশনার সৈয়দ আবিদ শাহ জানিয়েছেন, ‘অবিরাম বৃষ্টির জন্য কাশ্মীরের সমস্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে|’