কিডনি বিক্রির চেষ্টা, রাজ্য সরকারকে ঘিরতে গিয়ে বিপাকে বিরোধীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন৷৷ স্বামীর ঋণ পরিশোধ করতে স্ত্রীর কিডনি বিক্রি করার চেষ্টা সংক্রান্ত ঘটনাটি শুক্রবার বিধানসভায় তুলে ল্যাজেগোবরে হয়েছে বিরোধী পক্ষ৷ মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, সাহায্য করা হবে, কিন্তু এমনটা কেন হল তা-ও বুঝতে হবে৷ বিধানসভায় শূন্যকালে বিরোধী দলের সদস্য শুধন দাস উল্লেখ করেন, মৃত স্বামীর রেখে যাওয়া ঋণ পরিশোধ করতে ও অভাবের তাড়নায় কিডনি বিক্রি করতে চেয়েছেন এক জনজাতি মহিলা৷ এই ঘটনা হৃদয়বিদারক বলে সরকার পক্ষকে বেকায়দায় ফেলার চেষ্টা করেন শুধনবাবু৷ অবার দাবিও ছিল মুখ্যমন্ত্রীকেই এর জবাব দিতে হবে৷ কিন্তু, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব উঠে দাঁড়িয়ে বলেন, স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণ ১০০ দিনেই জিবি হাসপাতালের কর্মসংসৃকতি পাল্টে দিয়েছেন৷ এখানে কিডনি বিক্রি হয় না৷ মহিলাকে সাহায্য অবশ্যই করা হবে৷ তবে এই জনজাতি মহিলার এমন স্থিতি একদিনে হয়নি৷ কাদের কারণে এমনটা হল তা-ও খতিয়ে দেখতে হবে৷ এরপর বিরোধী সদস্যদের কেউই আর উঠে দাঁড়াননি৷ জানা গেছে, বৃহস্পতিবার আগরলা মেডিক্যাল কলেজ হাসপাতালে মহিলাটি কিনডি বিক্রি করতে আসলে বিষয়টি জানাজানি হয়৷ এর আগে কয়েকদিন ধরে তিনি কিডনি বিক্রির জন্য চেষ্টা করছিলেন৷ খবরে প্রকাশ, প্রায় দু-বছর আগে ওই মহিলার স্বামী ঋণ রেখে মারা যান৷ এর পর থেকে সংসারে নেমে আসে অভাব৷ সেই সঙ্গে শ্বশুর বাড়ি থেকে তাঁকে তাড়িয়েও দেওয়া হয়৷ এই পর্যায়ে স্বামীর ঋণ পরিশোধ, মেয়ের পড়াশোনা ও সংসার চালানোর জন্য আর কোনও পথ ছিল না তাঁর কাছে৷ শেষ পর্যন্ত গত কয়েকদিন ধরে নিজের কিডনি বিক্রি করতে আগরতলা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক ডাঃ পাপিয়া শর্মার সঙ্গে যোগাযোগ করেন এই অসহায় মহিলা৷ পরে তিনি কিডনি বিক্রি করতে হাসপাতালে আসলে ডাঃ পাপিয়া শর্মা তাঁকে অনেক বোঝানোর চেষ্টা করেন এবং মহিলার দায়িত্ব একটি সেবা সংস্থার কাছে অর্পণ করেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *