নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুন৷৷ ধর্মনগর কেন্দ্র থেকে নির্বাচিত বিধায়ক বিশ্ববন্ধু সেন দ্বাদশ ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ পদে বিনা

প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন৷ আজ ছিল উপাধ্যক্ষ পদে নির্বাচন৷ এই পদে আর কোন প্রার্থী না থাকায় অধ্যক্ষ রেবতী মোহন দাস শ্রী সেনকে উপাধ্যক্ষ পদে নির্বাচিত বলে ঘোষণা করেন৷ এরপর মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং তার মন্ত্রিসভার সদস্যগণ, বিরোধী দলনেতা মানিক সরকার উপাধ্যক্ষকে তাঁর চেয়ারে নিয়ে বসান৷
উপাধ্যক্ষ পদে নির্বাচিত হয়ে বিশ্ববন্ধু সেন সভার সমস্ত সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং পরিষদীয় গণতন্ত্রের প্রতি আনুগত্য রেখে কাজ করার প্রতিশ্রুতি দেন৷ সবার প্রতি সমান দৃষ্টিভঙ্গী নিয়ে সভা পরিচালনা করার অঙ্গীকারও তিনি করেন৷
নব নির্বাচিত উপাধ্যক্ষকে শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব পরিষদীয় গণতন্ত্রে দীর্ঘ অভিজ্ঞতা থাকার সুবাদে শ্রীসেন অত্যন্ত যোগ্যতার সঙ্গে তাঁর দায়িত্ব পালন করবেন বলে আশা প্রকাশ করেছেন৷ তিনি সভা পরিচালনার ক্ষেত্রে উপাধ্যক্ষকে সর্বাত্মক সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন৷ বিরোধী দলনেতা মানিক সরকার শ্রীসেনকে বিরোধী দলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন৷