নয়াদিল্লি, ১২ জুন (হি.স.) : আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্ট ম্যাচে ভারতীয় দলে ফিটনেসের অভাবে মহম্মদ সামি ছিটকে যাওয়ায় দলে ডাক পেলেন দিল্লির তরুণ পেসার নভদীপ সাইনি। নভদীপ ভারতীয় দলে সুযোগ পাওয়ার পর গৌতম গম্ভীরের প্রতিক্রিয়ায় দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্টস ক্রিকেট অ্যাসোসিয়েশন (ডিডিসিএ)-র দুই সদস্য প্রাক্তন ক্রিকেটার বিষেণ সিং বেদী ও চেতন চৌহানকে একহাত নিয়েছেন গম্ভীর। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে গম্ভীরের বিদ্রুপ, ‘বহিরাগত’ নভদীপের ভারতীয় দলে জায়গা পাওয়ার পর ডিডিসিএ সদস্য বিষেণ সিংহ বেদী ও চেতন চৌহানের প্রতি আমার সমবেদনা। বেঙ্গালুরুতে কালো আর্মব্যান্ড ২২৫ টাকায় পাওয়া যায়। একইসঙ্গে গম্ভীর লিখেছেন, ‘নভদীপ প্রথমে একজন ভারতীয়, তারপর অন্য কেউ’। আসলে বেদী ও চৌহান নভদীপকে দিল্লির রঞ্জি দলে নেওয়ার বিরোধিতা করেছিলেন। কারণ নভদীপ হরিয়ানা থেকে এসেছেন। ২৫ বছরের নভদীপ ২০১৭-১৮ রঞ্জি মরশুমে দিল্লির হয়ে সর্বাধিক ৩৪ উইকেট নিয়েছেন। এখনও পর্যন্ত ৩১ টি প্রথমসারির ম্যাচ খেলে ৯৬ উইকেট নিয়েছেন এই ফাস্ট বোলার। ভারতীয় দলে সুযোগ পাওয়ার জন্য নভদীপ গম্ভীরের ভূমিকার কথা স্বীকার করেছেন।একটি সাক্ষাৎকারে নভদীপ বলেন, রোশনারা ক্রিকেট গ্রাউন্ডের নেট সেশনে বল হাতে নেওয়ার আগে তাঁর জানাই ছিল না, লেদার বল কেমন হয়।তখন গম্ভীর তাঁকে বলেছিলেন, যেভাবে টেনিস বলে বোলিং করিস, সেভাবেই কর। কোনও চিন্তা করার নেই। বাকি সব ঠিক হয়ে যাবে।নভদীপ বলেছেন, কয়েকটি ম্যাচের পরই গম্ভীর তাঁকে বলেছিলেন যে, কঠোর পরিশ্রম করলে একদিন ভারতীয় দলে অবশ্যই সুযোগ পাবেন তিনি। গম্ভীরের প্রতি কৃতজ্ঞ নভদীপ বলেছেন, আমার মধ্যে যে প্রতিভা রয়েছে তা আমার আগেই টের পেয়েছিলেন গৌতমভাই। সেই দিনগুলোর কথা এখন যখন ভাবি, তখন হাসি চলে আসে। গত রঞ্জি ট্রফির সেমিফাইনালে তাঁর দুরন্ত স্পেল বিপক্ষ ব্যাটসম্যানদের সমস্যায় ফেলে দিয়েছিল। নভদীপ বলেছেন, বাংলার বিরুদ্ধে এই স্পেলের আগে তিনি রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে দক্ষিণ আফ্রিকায় ভারতের এ দলের হয়ে খেলেছিলেন। এবারের আইপিএলে তাঁরে ৩ কোটি টাকায় কিনেছিল আরসিবি। সেখানে আশিষ নেহরার নজরদারিতে বোলিংয়ের পেস বাড়ান তিনি। সুইংয়ের নিয়ন্ত্রণ আসে।