নিগমের উদাসীনতায় বিদ্যুতের ছোবলে শিশুর মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৮ জুন ৷৷ বিদ্যুতের ছোবলে প্রাণ গেল বিশালগড় থানাধীন ঘনিয়ামারা পঞ্চায়েতের রতননগর এলাকার এক অবুঝ শিশুর৷ তার নাম জান্নাতুল ফেরদোস৷ বয়স ৬ বছর৷ ঘটনাটি ঘটে শুক্রবার সাত সকালে৷ বিদ্যুৎ নিগমের গাফিলতির ফলেই এই দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ স্থানীয়দের৷ বিদ্যুতের খঁুটি থেকে তার ছিড়ে মাটিতে পড়ে রয়েছে এমন সময়ে ঘনিয়ামারার বাসিন্দা মোঃ সেলিম মিঞার ৬ বছরের মেয়ে জান্নাতুলের পায়ে ছিড়ে বিদ্যুতের তার লেগে আটকে পড়ে৷ সঙ্গে সঙ্গে পরিবারের মানুষ খবর পায়৷ ততক্ষণে জান্নাতের মৃত্যু হয়৷ খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং জান্নাতের মৃতদেহ বিশালগড় মহকুমা হাসপাতালে পাঠায় ময়না তদন্তের জন্য৷ ময়না তদন্তের পর জান্নাতের মৃতদেহ তার আত্মীয় পরিজনের হাতে তুলে দেয়৷ এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া বিরাজ করছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *