নয়াদিল্লি, ৩ জুন (হি.স.) : বিহারের বিশেষ মর্যাদার দাবিতে এবার সরব হলেন হলেন লোকজন শক্তি দলের নেতা তথা কেন্দ্রীয়মন্ত্রী রামবিলাস পাসওয়ান।এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন বিহারের বিশেষ মর্যাদার দাবি করছি। বিহার একটি পিছিয়ে পড়া রাজ্য। আর তাই বিহারকে বিশেষ মর্যাদা দেওয়া উচিত। আমাদের আর্জি প্রশাসনের শোনা উচিত। এই বিষয়ে বিজেপি সভাপতি অমিত শাহের সঙ্গে আলোচনা হয়েছে।বিশেষ মর্যাদা পাশাপাশি রাজ্য সরকারের নিন্দায় সরব হন রামবিলাস পাসওয়ান। তিনি বলেন ভুল নীতি, সামাজিক এবং আর্থিক কারণের জন্য এই অবস্থা হয়েছে।প্রসঙ্গত, বিহারের বিশেষ মর্যাদা দাবিতে এর আগে সবর হয়েছিলেন আরজেডির তেজস্বী যাদব। অন্ধ্রপ্রদেশের বিশেষ মর্যাদা দাবিতে বিগত কয়েক মাসে আগেই উত্তাল হয়েছিল জাতীয় রাজনীতি। এবার বিহারের বিশেষ মর্যাদার দাবিতে ফের উত্তাল হতে চলেছে জাতীয় রাজনীতি।
2018-06-03