জ্বালানির দাম নিয়ে কেন্দ্র একটা স্থায়ী সমাধান খুঁজতে চাইছে, দাবি প্রকাশ জাভড়েকরের

কলকাতা, ২ জুন (হি. স.) : পেট্রোল-ডিজেলের ক্রমবর্ধমান দাম মোদী সরকারের ‘জনবিরোধী নীতি’ – এই তত্ব মানতে রাজি নন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভড়েকর। শনিবার কলকাতা প্রেস ক্লাবে প্রকাশ জাভড়েকর কেন্দ্রীয় একটার পর একটা জনমুখী কাজের ফিরিস্তি তুলে ধরে বলেন, “এগুলি আপনারা দেখতে পারছেন না ? জ্বালানির দাম নিয়ে কেন্দ্র একটা স্থায়ী সমাধান খুঁজতে চাইছে৷ কারণ, এই দাম আন্তর্জাতিক বাজারের ওপর নির্ভরশীল৷”
পেট্রোল-ডিজেলের দাম নিয়ে রাজ্য সরকারও চোখ বন্ধ করে থাকতে পারে না বলে এ দিন মন্তব্য করেন তিনি ৷ প্রকাশবাবু বলেন, “এই দামের মধ্যে রাজ্যের বাড়তি করও তো আছে!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *