জম্মু ও কাশ্মীরে আগুনে পুড়ল অন্তত ৪০টি বাড়ি, রাতভর আতঙ্ক

জম্মু, ২৭ মে (হি.স.): রাতের অন্ধকারে আগুন-আতঙ্ক জম্মু ও কাশ্মীরে| শনিবার রাতে জম্মু ও কাশ্মীরের আর এস পুরা রিজিওন-এ অবস্থিত অন্তত ৪০টি বাড়িতে আগুন লাগে। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে ঘটনস্থালে পৌঁছয় দমকলের মোট পাঁচটি ইঞ্জিন। যুদ্ধকালীন তত্পরতায় আগুন নেভানোর চেষ্টা করেন দমকলকর্মীরা, তবে আগুনের লেলিহান শিখা দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়ে| দীর্ঘ সময়ের চেষ্টার পর আগুন অবশ্য নিয়ন্ত্রণে এসেছে| অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণহানির কোনও খবর নেই।
পুলিশ ও দমকল সূত্রের খবর, শনিবার রাতে আরএস পুরা রিজিওন-এ অবস্থিত অন্তত ৪০টি বাড়িতে আগুন লাগে। খবর পেয়ে আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের পাঁচটি ইঞ্জিন। এক পুলিশ আধিকারিক জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণহানির কোনও খবর নেই| তবে, আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।বিধ্বংসী অগ্নিকাণ্ডের জেরে আপাতত ঘর-বাড়ি ছাড়া বহু মানুষ|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *