নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মে৷৷ পঁচিশ বছরের শাসনের রিপোর্ট কার্ড নিয়ে আড়াই মাসের নতুন সরকারের কাজকর্মের সাথে তুলনা করে

দেখার জন্য সিপিএমকে চ্যালেঞ্জ জানালেন বিজেপি রাজ্য সভাপতি তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তাঁর কথায়, রেগা নির্ভর অর্থনীতি এবং ত্রিপুরাকে নেশা সামগ্রীর করিডর বানানো ছাড়া আর কোন সাফল্যই নেই বামেদের৷ অথচ, তাঁরাই আজ বিজেপি-আইপিএফটি জোট সরকারের বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল তুলছে৷ আদতে তাঁরা ভেজাল মানসিকতা সম্পন্ন, খোঁচা দেন বিজেপি রাজ্য সভাপতি৷
শনিবার কেন্দ্রে মোদী সরকারের ৪ বছর পূর্তি উপলক্ষ্যে সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন কাজকর্মের বর্ণনা তুলে ধরেন বিপ্লব দেব৷ কেন্দ্রীয় সরকার চার বছরে ত্রিপুরাকে প্রচুর অর্থ দিয়ে সাহায্য করেছে, সেই বর্ণনাও দিয়েছেন তিনি৷ এদিন মোদী সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরে তাঁর দাবি, এই চার বছরে ভারতের প্রত্যেকটি নাগরিক উপকৃত হয়েছে৷ বিশেষ করে গরীব অংশের মানুষ দারুনভাবে উপকৃত হয়েছেন৷ জনধন যোজনা থেকে শুরু করে বীমা যোজনা সহ আরো অনেক জনমুখী প্রকল্প ভারতবাসীকে ভিষণ সাহায্য করেছে৷
রাজ্যগুলির প্রতি কেন্দ্রের মানসিকতা বোঝাতে গিয়ে বিজেপি রাজ্য সভাপতির দাবি, গত চার বছরে ত্রিপুরা যে পরিমান অর্থ পেয়েছে ইতিপূর্বে কোনও কেন্দ্রীয় সরকার দেয়নি৷ মোদী সরকারের আমলে রাজ্য কেবলমাত্র আটটি দপ্তরে ৭২৬৯ কোটি টাকা পেয়েছে৷ তাঁর কথায়, কৃষিতে ৩৩৫ কোটি ৩৫ লক্ষ টাকা, বুনিয়াদী শিক্ষায় ১০৯ কোটি ৩৯ লক্ষ টাকা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণে ৫১৫ কোটি ৪৬ লক্ষ টাকা, স্বাস্থ্য খাতে ১৬১ কোটি ১৫ লক্ষ টাকা, পানীয় জল ও স্বাস্থ্যবিধানে ৩৭৩ কোটি ৯৫ লক্ষ টাকা, গ্রামোন্নয়নে ৩১৪৩ কোটি টাকা, সমাজ কল্যাণে ৮৪২ কোটি টাকা এবং নগরোন্নয়নে ৮৮৮ কোটি টাকা এই চার বছরে পেয়েছে রাজ্য৷
সাথে তিনি যোগ করেন, রাজ্যে বিজেপি-আইপিএফটি জোট সরকার গঠন হওয়ার প্রধানমন্ত্রী বিশেষ তহবিল থেকে ৩০০ কোটি দেওয়া হয়েছে৷ শুধু তাই নয়, স্পেশ্যাল প্ল্যান এসিসটেন্স এর অন্তর্গত আরো ৫০০ কোটি টাকার মঞ্জুরী দিয়েছে৷ এদিন বিজেপি রাজ্য সভাপতি রেগা প্রকল্প নিয়ে পূর্বতন সরকারকে একহাত নিয়েছেন৷ তাঁর কথায়, কেন্দ্রীয় সরকার গত নভেম্বরে রাজ্য সরকারের কাছে কিছু প্রশ্ণের জবাব চেয়েছিল৷ ২৫টি প্রশ্ণের মধ্যে ২৩টি প্রশ্ণেরই উত্তর অসন্তোষজনক হওয়ায় রেগা প্রকল্পে কেন্দ্র অর্থ বরাদ্দ বন্ধ করে দেয়৷ কারণ, যে সমস্ত অনিয়ম ধরা পড়েছে তার গৃহীত ব্যবস্থার রিপোর্ট না পাঠালে কোন অর্থ মিলবে না বলে গ্রামোন্নয়ন মন্ত্রক রাজ্যকে স্পষ্ট জানিয়ে দিয়েছিল৷ অথচ, তৎকালীন রাজ্য সরকার কোন ব্যবস্থাই গ্রহণ করেনি৷ নতুন সরকার গঠিত হওয়ার পর কেন্দ্রের নির্দেশ অনুসারে রেগা প্রকল্পে সমস্ত ব্যবস্থা গৃহীত হয়েছে৷ অনিয়মের দায়ে ৭ জন আধিকারীককে বরখাস্ত করা হয়েছে৷ সমস্ত রিপোর্ট কেন্দ্রের কাছে পাঠানোর সাথে সাথে গ্রামোন্নয়ন মন্ত্রক থেকে রেগায় অর্থ পাওয়া গেছে৷ আপাতত দশ শ্রমদিবসের অর্থ পাঠিয়েছে কেন্দ্র৷ সে অনুযায়ী কাজও শুরু হয়ে গিয়েছে৷
এদিন বামেদের বিরুদ্ধে তোপ দেগে বিপ্লব দেবের বক্তব্য, নতুন সরকার গঠিত হওয়ার পর গ্রামে অচলাবস্থা তৈরি করার জন্য প্রধানদের ব্যবহার করেছে সিপিএম৷ বিভিন্ন পঞ্চায়েতে প্রধানরা আর্থিক লেনদেনে অসহযোগীতা করছিলেন৷ তাই বাধ্য হয়ে রাজ্য সরকার অর্ডিন্যান্স এনেছে৷ তাঁর কথায়, পচিশ বছর বামফ্রন্ট এরাজ্যের জন্য কোন কাজ করেনি৷ শুধু রেগা অর্থনীতি দাঁড়া করিয়েছে এবং ত্রিপুরাকে নেশার করিডর বানিয়েছে৷ তাই তিনি সিপিএমকে চ্যালেঞ্জ জানিয়ে বলেন, পচিশ বছরের শাসনের রিপোর্ট কার্ড নিয়ে আসুন, এর সাথে আড়াই মাসের সরকারের কাজকর্মের সাথে তুলনা করে দেখা হোক৷