বড় ছেলের বিয়ে, পাঁচ দিনের প্যারোল মঞ্জুর লালুর

রাঁচি ও পাটনা, ৯ মে (হি.স.): আগামী ১২ মে, শনিবার বড় ছেলে তেজপ্রতাপ যাদবের বিয়ে, তাই পাঁচদিনের জন্য প্যারোলে মুক্তি পেলেন পশুখাদ্য কেলেঙ্কারিতে সাজাপ্রাপ্ত অপরাধী লালু প্রসাদ যাদব| বড় ছেলে তেজপ্রতাপ যাদবের বিয়েতে যোগ দিতে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-এর সুপ্রিমো লালু প্রসাদ যাদবের পাঁচ দিনের প্যারোল মঞ্জুর করা হয়েছে| বুধবার এই খবর জানিয়েছেন লালুর এক ঘনিষ্ঠ সহকারী তথা আইনজীবী|

গত ১৮ এপ্রিল বাগদান পর্ব সেরেছিলেন তেজপ্রতাপ ও প্রাক্তন পরিবহণ মন্ত্রী চন্দ্রিকা রাইয়ের মেয়ে ঐশ্বর্যা| আগামী ১২ মে সাত পাকে বাধা পড়বেন তাঁরা| সেই উপলক্ষ্যেই পাঁচ দিনের প্যারোল পেলেন তেজপ্রতাপের বাবা লালু| পশুখাদ্য কেলেঙ্কারির একাধিক মামলায় সাজাপ্রাপ্ত লালু প্রসাদ যাদব বর্তমানে অসুস্থ থাকায় রাঁচির রাজেন্দ্র ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস-এ ভর্তি রয়েছেন| বড় ছেলের বিয়েতে উপস্থিত থাকার জন্য এর আগে প্যারোলের আবেদন জানান লালু প্রসাদ যাদব| আর বুধবার লালুর এক ঘনিষ্ঠ সহকারী তথা আইনজীবী জানিয়েছেন,আরজেডি সুপ্রিমোর পাঁচদিনের প্যারোল মঞ্জুর হয়েছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *