মহীশূর, ৯ মে (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হৃদয়হীন বলে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। বুধবার চামরাজা বিধানসভা কেন্দ্রে এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে কংগ্রেস নেতা তথা রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বলেন, পালোয়ানদের ৫৬ ইঞ্জি ছাতি থাকাটা কোনও বড় ব্যাপার নয়। সেই ছাতিতে একটা মানবিক হৃদয় থাকবে যে গরিবের আর্তনাদে সাড়া দেবে। মোদীর সেই হৃদয়টি নেই। বিজেপি ক্ষমতায় আসার পর দলিতদের প্রতি অত্যাচার বেড়ে গিয়েছে। প্রধানমন্ত্রী নিজের রাজনৈতিক গুরু প্রতি অনুগত ছিলেন না। আর তাই তো এল কে আদবানিকে পেছনের সারিতে বসিয়ে দিয়েছেন। আনুগত্য কি সেটা প্রধানমন্ত্রীর শেখা উচিত। কার্যত সিদ্দারামিয়ার কাঁধে ভর করেই নির্বাচনী বৈতরী পার করতে চাইছে কংগ্রেস। আর তাই বিজেপির শক্তিশালী প্রচার যন্ত্রের বিরুদ্ধে পাল্টা আক্রমণ করলেন সিদ্দারামাইয়া।
2018-05-09