BRAKING NEWS

ইরানের সঙ্গে আমেরিকার পরমাণু চুক্তি ভেঙে দিলেন ডোনাল্ড ট্রাম্প

ওয়াশিংটন, ৯ মে (হি.স.) : বারাক ওবামার সময়ে করা ইরানের সঙ্গে আমেরিকার পরমাণু চুক্তি ভেঙে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই চুক্তি পরমাণু অস্ত্র তৈরি থেকে বিরত থাকতে পারেনি। এই যুক্তিতে চুক্তি ভাঙার পাশাপাশি তেহরানের উপর ফের নিষেধাজ্ঞাও জারি করেছে আমেরিকা।

হোয়াইট হাউস থেকে টেলিভিশন বার্তায় ট্রাম্প বলেন, ‘আমি ঘোষণা করছি যে ইরান পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র।’ মধ্যপ্রাচ্যে সন্ত্রাসকে মদত দিতেই ইরান পরমাণু প্রকল্প চালাচ্ছে বলে তোপ দেগে মার্কিন প্রেসিডেন্ট জানান, তিনি ফের পরমাণু চুক্তি করার জন্য তৈরি ও প্রস্তুত। চুক্তির কাঠামো নিয়ে প্রশ্ন তুলে ট্রাম্প তাঁর বার্তায় বলেন, ‘যদি আমি এই চুক্তি চালিয়ে যাওয়ার অনুমতি দিতাম, তাহলে পরমাণু অস্ত্র তৈরির কাজ চলত।’ শুধু চুক্তি ভাঙাই নয়, ইরানের উপর ফের যাবতীয় অর্থনৈতিক নিষেধাজ্ঞাও জারি করেছেন ট্রাম্প। ২০১৫ সালের ঐতিহাসিক পরমাণু চুক্তির পর এই নিষেধাজ্ঞা তুলে দেওয়া হযেছিল। হুমকির সুরে এবার ট্রাম্প বলেছেন, ‘এই পদক্ষেপ একটা গুরুত্বপূর্ণ বার্তা পাঠাল। আমেরিকা কখনও কোনও ফাঁকা আওয়াজ দেয় না। যখন আমি প্রতিশ্রুতি দিই। তখন সেটা পূরণও করি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *