
আগামী বুধ থেকে রবিবার হবে সীতারামের ইউকে সফর। সোমবার দলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে বলা হয়, “৩ মে বেলফাস্টে কুইন্স বিশ্ববিদ্যালয়ে তিনি বক্তৃতা দেবেন। বলবেন, ‘ট্রাম্প- পরবর্তী বিশ্বে বামপন্থার বিকল্পের উপযোগিতা’ নিয়ে। এর যৌথ উদ্যোক্তা ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন, ব্রিটেনে ভারতীয় ছাত্রদের মোর্চা এবং ‘সমীক্ষা’ নামে একটি প্রগতিশীল সাংস্কৃতিক মঞ্চ। ৪ মে ডাবলিনের সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন ‘ক্রান্থি’-র মে দিবসের অনুষ্ঠানে হবেন প্রধান অতিথি। ৫ মে ইয়েচুরি কার্ল মার্কসের কাজের ওপর এক আন্তর্জাতিক আলোচনাচক্রে যাবেন। আলোচনার বিষয়, অধুনা বিশ্বে মার্কসবাদের গুরুত্ব। মার্কসের ২০০-তম জম্মদিন উপলক্ষে মার্কস মেমোরিয়াল লাইব্রেরি এর আয়োজন করছে লন্ডন বিশ্ববিদ্যালয়ে।