
জম্মু ও কাশ্মীরের মেহবুবা মুফতি মন্ত্রিসভায় বিজেপি সদস্যদের রদবদল নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল| রবিবার দলের রাজ্য নেতৃত্বের সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বের দীর্ঘক্ষণ বৈঠক হয়| এরপরই রাতেই উপ-মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন নির্মল সিং| আর সোমবার মেহবুবা মুফতি মন্ত্রিসভায় মন্ত্রী হিসেবে শপথ নিলেন জম্মু ও কাশ্মীর বিধানসভার স্পিকার কোবিন্দর গুপ্তা এবং আরও সাতজন| মেহবুবা মুফতি মন্ত্রিসভায় এদিন গান্ধীনগরের বিধায়ক কোবিন্দর গুপ্তা ছাড়াও শপথ নিয়েছেন রাজ্য বিজেপির প্রধান সতপাল শর্মা, সুনীল শর্মা (বর্তমানে সুনীল শর্মা পরিবহণ প্রতিমন্ত্রী), কাঠুয়া এবং সাম্বার বিধায়ক যথাক্রমে রাজীব যাস্রোতিয়া এবং দেবিন্দর কুমার মান্যাল, ডোডার বিজেপি বিধায়ক শক্তি রাজ, পুলওয়ামা থেকে পিডিপি বিধায়ক মহম্মদ খালিল বান্ধ, সোনওয়ার থেকে পিডিপি বিধায়ক মহম্মদ আশরাফ মীর| শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র জাতীয় সাধারণ সম্পাদক রাম মাধব এবং কেন্দ্রীয় মন্ত্রী জীতেন্দ্র সিং|