BRAKING NEWS

এইমসে লালুর সঙ্গে দেখা করলেন রাহুল, রাঁচি হাসপাতালে ফিরতে নারাজ আরজেডি সুপ্রিমো

নয়াদিল্লি, ৩০ এপ্রিল (হি.স.): হৃদরোগ এবং কিডনি সম্পর্কিত বিভিন্ন রোগে ভুগছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-এর সুপ্রিমো লালু প্রসাদ যাদব| লালু বর্তমানে রাজধানীর অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এইমস)-এ চিকিত্সাধীন| অসুস্থ আরজেডি সুপ্রিমোকে দেখতে সোমবার সকালে এইমস-এ গেলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী| লালুর শারীরিক অবস্থা নিয়েও খোঁজখবর নিলেন রাহুল গান্ধী| এইমস সূত্রের খবর, সোমবার সকালে এইমস-এ আসেন রাহুল গান্ধী| বেশ কিছুক্ষণ কথা বলেন লালু প্রসাদ যাদবের সঙ্গে|
এইমস সূত্রের খবর, শারীরিক অসুস্থতাজনিত কারণে এইমস-এ স্থানান্তরিত করা হয়েছিল লালু প্রসাদ যাদবকে| তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে, লালুকে রাঁচি মেডিক্যাল কলেজে ফেরত পাঠানো হবে| এমতাবস্থায় বেঁকে বসলেন আরজেডি সুপ্রিমো| রাঁচি মেডিক্যাল কলেজ ও হাসাপাতালে ফিরতে নারাজ লালু প্রসাদ যাদব| এইমস-কে চিঠি লিখে আরজেডি সুপ্রিমো জানিয়েছেন, ‘আমি রাঁচি হাসপাতালে ফিরে যেতে চাই না| কারণ, আমার রোগের চিকিত্সার জন্য যথোপযুক্ত পরিকাঠামো নেই রাঁচি হাসপাতালে|’
উল্লেখ্য, পশুখাদ্য কেলেঙ্কারির বেশ কয়েকটি মামলায় দোষী সাব্যস্ত হয়ে এই মুহূর্তে জেল খাটছেন লালু প্রসাদ যাদব| সম্প্রতি শারীরিক অসুস্থতাজনিত কারণে রাঁচি হাসপাতালে ভর্তি করা হয়েছিল লালু প্রসাদ যাদবকে| পরে আরজেডি সুপ্রিমোকে দিল্লির এইমস হাসপাতালে স্থানান্তরিত করা হয়|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *