নিজস্ব প্রতিনিধি, উদয়পুুর, ২৯ এপ্রিল৷৷ বজ্রাঘাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে৷ গত কয়েকদিন রাজ্যের প্রায় সর্বত্র বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হচ্ছে৷ রবিবার সকাল থেকে রাজ্যের বিভিন্ন স্থানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হচ্ছে৷ সঙ্গে ঝড়ো হাওয়াও বয়ে চলেছে৷ আর সকাল বেলা বজ্রাঘাতে এক ব্যক্তির মৃত্য হয়েছে৷ গোমতী জেলার কিল্লা থানাধীন উত্তর সাইমুড়ায় গোবিন্দবাহাদুর জমাতিয়া নামের ৩১ বছরের এক যুবক ঘর থেকে বেরিয়ে ফসলের জমিতে যাওয়ার সময় বজ্রাঘাতে আচমকা মাটিতে লুটিয়ে পড়েন৷ দূর থেকে সবাই বিষয়টি দেকতে পান এবং ছুটে গিয়ে তাঁর হেদ হাসপাতালে নিয়ে যান৷ উদয়পুর মহকুমা হাসপাতালে আনা হলে তাঁকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন৷
2018-04-30