কদমতলায় বিস্তর বেআইনী কাঠ উদ্ধার হলেও গ্রেপ্তার নেই

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২৫ এপ্রিল৷৷ উত্তর জেলার দক্ষিণ হুরুয়া অঞ্চলে ধর্মনগর বন দপ্তরের এসডিএফও এবং ডিআইবি গোয়েন্দাদের যৌথ অভিযান৷ অভিযান আটক বিপুল পরিমাণ সেগুন কাঠ৷ গোপন সূত্রের ভিত্তিতে ধর্মনগরের বন দপ্তরের এসডিএফও তপজ্যোজি দেববর্মা ও পুলিশের গোয়েন্দা বিভাগের কদমতলা এলাকায় গোয়েন্দারা একটি যৌথ অভিযান চালান৷ অভিযানে উদ্ধার হয় প্রায় ৭০ ফুট সেগুন কাঠ৷ যার বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা৷ কাঠ উদ্ধারের সময় কাঠ নিয়ে আসা টিআর-০১বিসি-০৪৩৩ নম্বরের একটি মারুতি ভ্যানও আটক করা হয়৷ তবে গাড়িটির চালক বা সেগুন কাঠের কাঠ ব্যবসায়ীকে আটক করতে পারেনি বন দপ্তরের কর্মীরা৷ বিপুল পরিমাণ কাঠ ও কাঠ পরিবহনে ব্যবহৃত মারুতি ভ্যানকে জুরির বন দপ্তরের অফিসে পাঠিয়ে দিয়েছেন ফরেষ্ট কর্তৃপক্ষ৷ এদিকে ধর্মনগর মহকুমার এসডিএফও তপজ্যোতি দেববর্মা জানান উনারা গোপন সূত্রের ভিত্তিতেই এই বিপুল পরিমাণ সেগুন কাঠ ও কাঠ আনা নেওয়া কাজে ব্যবহৃত মারুতি ভ্যানকেও আটক করতে সক্ষম হয়েছেন৷ তবে বন দপ্তরের কাউকে আটক করতে সক্ষম হয়নি কর্মীরা৷ এদিকে এসডিএফও তপজ্যোতি দেববর্মা আরও বলেন, এ ধরনের অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে৷ উনি বলেন, দক্ষিণ হুরুয়ার একটি বাড়ি থেকে এই বিপুল পরিমাণ কাঠ উদ্ধার করা হয়েছে৷ তবে কোন ব্যক্তিকে আটক করতে পারেনি বন দপ্তরের পুলিশ৷ বর্তমানে কদমতলা চুরাইবাড়ি ত্রিপুরা অসম সীমান্তে চলছে অবৈধ্য কাঠের রমরমা৷ তবে এসডিএফও বাবুর এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এসডিএফও৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *