
এদিন দেশের আইনশৃঙ্খলা নিয়েও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগেন রাহুল গান্ধী। অনগ্রসর শ্রেণী উপর হামলার ঘটনা তুলে ধরে বিজেপির নিন্দা করে রাহুল গান্ধী বলেন, কংগ্রেস এবং বি আর আম্বেদকর সংবিধান লিখে তা দেশবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করেছিল। সংবিধানের মাধ্যমে দেশে একটার পর একটা প্রতিষ্ঠান যেমন আইআইটি, আইআইএম, এইমস গড়ে তোলা হয়েছিল। সংবিধান ছাড়া এইগুলি সম্ভব হতো না। আগে এই সরকার (এনডিএ) বলতো বেটি বাঁচাও বেটি পড়াও। কিন্তু পরিস্থিতি এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে আগামীদিনে মোদীজিকে বলতে শোনা যাবে বেটি বাঁচাও, বিজেপির লোক থেকে বাঁচাও।’
প্রধানমন্ত্রী সঙ্গে ১৫ মিনিটের বিতর্কসভায় মুখোমুখি বসতে চান বলে জানিয়েছেন রাহুল গান্ধী। সেই বিতর্কসভায় রাফায়েল চুক্তি এবং নীরব মোদী নিয়ে তিনি বিতর্ক করতে চান। রাহুক গান্ধী আরও বলেন, প্রধানমন্ত্রী সুপরিকল্পিত ভাবে সংবিধান এবং দলিতদের ধ্বংস করে চলেছেন।