
প্রসঙ্গত, ২০১৪ সালের মুক্তি প্রাপ্ত দক্ষিণ কোরিয়ার ছবি ‘ওড টু মাই ফাদার’-এর অনুপ্রেরণায় ভারত ছবিটির চিত্রনাট্য নির্মাণ করা হয়েছে। ভারতে নাম ভূমিকায় অভিনয় করবেন সলমন খান এবং তার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়াকে। অন্যদিকে ছোটপর্দায় বহু কমেডি শো মাতানো কৌতুক অভিনেতা সুনীল গ্রোভরের এই ছবির সঙ্গে যুক্ত হওয়ার ফলে এক নতুন মাত্রা পেলো। ছোটপর্দায় নিজের অভিনয়ের দক্ষতার ছাপ রেখেছেন তিনি। ২০১৬ সালে বাগি ছবিতে সুনীল গ্রোভরকে শেষবার দেখা গিয়েছিল।