
পঞ্চায়েত ভোট নিয়ে এ দিনের হাইকোর্টের রায় সম্পর্কে প্রতিক্রিয়া চাইলে তথাগতবাবু বলেন, “এ নিয়ে আমি মন্তব্য করব না৷ তবে, মনোনয়ন দিতে গিয়ে প্রার্থীদের হেনস্থা বা প্রহৃত হওয়ার বিষয়টা তো ২০০৩ থেকেই হচ্ছে! সে সময় ইসলামপুরে রক্তগঙ্গা বয়ে গিয়েছিল৷ আমরা গিয়েছিলাম হাঙ্গামায় দীর্ণ চোপরায়৷ প্রশাসন দাবি করেছিল, সব কিছু ঠিক আছে! নির্বাচন প্রক্রিয়া শান্তিপূর্ণ বলে দাবি করেছিল সরকার৷ এখন আগের জিনিসই নকল করা হচ্ছে ৷ বরং এরা এক ধাপ এগিয়েছে৷”