দক্ষিণ জিলা পরিষদের সভাধিপতিকে জোর করে পদত্যাগপত্রে সই, নিন্দা সিপিএমের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ এপ্রিল৷৷ দক্ষিণ জেলা জিলা পরিষদের সভাধিপতিকে জোর করে পদত্যাগ পত্রে সই করানোর ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়ে গিয়েছে৷ রাজনৈতিক হিংসার ঘটনার পরিপ্রেক্ষিতে বিরোধী সিপিআই(এম) তথা বামফ্রন্টের তরফ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে৷ সভাধিপতিকে জোর করে পদত্যাগপত্রে সই করানোর ঘটনার প্রেক্ষিতে সিপিআই(এম) রাজ্য সম্পাদকমন্ডলী তীব্র নিন্দা জানিয়ে এক বিবৃতিতে উল্লেখ করেছে, আজ বিকেলে দক্ষিণ জিলা পরিষদ অফিসে বিজেপির দুর্বৃত্ত বাহিনীর হামলা, জিলা সভাধিপতি হিমাংশু রায়কে দৈহিক আক্রমণ, তাঁর মোবাইল ছিনতাই, জোর করে একটি পদত্যাগপত্রে সই করতে বাধ্য করার ঘটনার তীব্র নিন্দা করছে সিপিআই(এম) ত্রিপুরা রাজ্য সম্পাদকমন্ডলী৷
এটা বিষ্ময়কর যে, জিলা পরিষদ অফিসের সাথেই জেলা শাসক ও পুলিশ সুপারের অফিস৷ জিলা সভাধিপতির উপর আক্রমণের ঘটনা জেনেও তারা কোন ব্যবস্থা নেননি৷ ১৪ এপ্রিল ত্রিপুরা বামফ্রন্ট কমিটির নেতৃত্ব মুখ্যমন্ত্রীর কাছে নির্বাচিত জনপ্রতিনিধিদের উপর হামলা বন্ধের দাবি জানালেও কোন পদক্ষেপ নেওয়া হয়নি৷ সরকারের রাজনৈতিক নেতৃত্বের মদতে এসব আক্রমণ হচ্ছে, তাতে আর সন্দেহের অবকাশ থাকছে না৷ লেনিনের মূর্তি ভাঙার আসামীরাই আজ এই আক্রমণ চালিয়েছে৷
রাজ্য সম্পাদকমন্ডলী আক্রমণকারীদের এখনই গ্রেপ্তারের দাবি করছে৷ নির্বাচিত জনপ্রতিনিধিদের উপর আক্রমণ বন্ধের দাবি জানাচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *