নয়াদিল্লি, ৯ এপ্রিল (হি.স.): অন্ধ্রপ্রদেশকে বিশেষ মর্যাদা দেওয়ার দাবিতে সোমবারও বিক্ষোভ অব্যাহত রাখলেন তেলেগু দেশম পার্টির সাংসদরা। এদিন জাতির জনক মহাত্মা গান্ধীর সমাধিস্থল রাজঘাটে গিয়ে জাতির জনককে শ্রদ্ধা জানিয়ে আন্দালোন চালিয়ে যাওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ হন
তারা। এই প্রসঙ্গে দলের সাংসদ ওয়াই এস চৌধুরী জানিয়েছেন, ‘অন্ধ্রপ্রদেশ পুর্নগঠন আইন যেটি ২০ ফেব্রুয়ারি ২০১৪ সালে সংসদে পাশ হয়েছে তার কার্যকর করার দাবিতে বিক্ষোভ চালিয়ে যাওয়ার জন্য এখানে এসে আমরা শপথ নিয়েছে। শান্তিপূর্ণ ভাবে আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা এই জায়গাটিকে আমরা বেছে নিয়েছি। কেন্দ্রীয় সরকারের উচিত প্রতিক্রিয়া দেওয়া। আমরা গান্ধীজির মাধ্যমে আবেদন জানাচ্ছি আমাদের দাবি মেনে নেওয়া হোক।

প্রসঙ্গত, রবিবার দিল্লির লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার হন এক টিডিপি সাংসদ। অন্যদিকে অন্ধ্রপ্রদেশের বিশেষ মর্যাদার দাবিতে ওয়াইএসআর কংগ্রেসের অনশন সোমবার চতুর্থ দিনে পড়ল। গত ৬ এপ্রিল দিল্লির অন্ধ্রপ্রদেশ ভবনে অনশনে বসেন ওয়াইএসআর কংগ্রেস সাংসদরা। ইতিমধ্যেই দলের দুই সাংসদ মিকাপাটি রাজা মোহন রেড্ডি এবং ভারাপ্রসাদ রাওকে শারীরিক অসুস্থতার জেরে রামমনোহর লহিয়া হাসপাতালে ভর্তি করানো হয়েছে।