গুমলা, ৮ এপ্রিল (হি.স.) : গুমলার এক গৃহবধূ এবং তার শিশু সন্তানকে জোর করে তুলে নিয়ে গিয়ে রাঁচির একটি বাড়িতে আটকে রেখে ধর্ষণ করে এক ব্যক্তি| এরপর আপত্তিজনক অবস্থার ভিডিও তুলে সেটি ওই মহিলার শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেয়| এমন একটি ঘটনা প্রকাশ্যে এসেছে রবিবার| জানা গিয়েছে এই ঘটনার পর ওই গৃহবধু শ্বশুর বাড়ি ফিরে গেলে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়| এরপর নিগৃহীতা মহিলা তার সঙ্গে দুষ্ককর্ম এবং তার ভিডিও বানানোর আভিযোগ এনে অভিযুক্ত অমিত কুমারের বিরুদ্ধে আদালতে মামলা করলে আদালত ওই অভিযুক্ত অমিতের বিরুদ্ধে পুলিশকে তদন্তের নির্দেশ দেয়| আদালতের নির্দেশে পুলিশ অমিতের নামে গুমলা থানায় অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করেছে| পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত অমিত আগে বিহারের বেগুসরাইয়ে থাকত কিন্তু সম্প্রতি সে রাঁচিতে এসে ঠিকাদারের কাজ করে| ঘটনার বিবরণে পুলিশ জানিয়েছে, গুমলার ওই গৃহবধূ তার অভিযোগে জানিয়েছে, সম্প্রতি অভিযুক্ত অমিত জোর করে তুলে নিয়ে এসে তাকে একটি ঘরে আটকে তাকে ধর্ষণ করে তার ভিডিও তুলে সেই ভিডিও তার শ্বশুরবাড়ি লোকেদের কাছে পাঠিয়ে দেয়| এর পর সে শ্বশুর বাড়িতে ফিরে গেলে শ্বশুর বাড়ি থেকে বার করে দেওয়া হয়| ওই মহিলা তার অভিযোগে জানিয়েছে, সে অমিতকে বাধা দিতে গেলে অভিযুক্ত অমিত তার বাচ্চাকে মেরে ফেলার হুমকি দেয়| পুলিশ সম্পূর্ণ ঘটনাটি খতিয়ে দেখছে| অভিযোগ দায়ের করার পর আভিযুক্ত অমিত পলাতক বলে জানা গিয়েছে|
2018-04-08