BRAKING NEWS

রাজ্যসভা নির্বাচন : মনোনয়ন পত্র জমা দিলেন জেটলি, ধর্মেন্দ্র ও রবিশঙ্কর প্রসাদ

নয়াদিল্লি, ১২ মার্চ (হি.স.): উত্তর প্রদেশ থেকে সংসদের উচ্চকক্ষ রাজ্যসভা নির্বাচনের প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি| সোমবার উত্তর প্রদেশ বিধানসভা কমপ্লেক্সের ট্যান্ডন হল-এ উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌযর্য সহ শীর্ষ বিজেপি নেতৃত্বের উপস্থিতিতে রাজ্যসভার প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন অর্থমন্ত্রী অরুণ জেটলি| কেশব প্রসাদ মৌর্য্য ছাড়াও জেটলির মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন উত্তর প্রদেশ বিজেপির প্রধান মহেন্দ্র নাথ পাণ্ডে, উত্তর প্রদেশ মন্ত্রীসভার সদস্য শ্রীকান্ত শর্মা, অনুপমা জয়সওয়াল এবং বিজেপি নেতা হিরো বাজপেয়ী সহ অন্যান্যরা|
অন্যদিকে, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, থাওয়ার চন্দ গেহলট, অজয় প্রতাপ সিং এবং কৈলাশ সোনি| মনোয়ন পত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহাণ| মনোনয়ন পত্র জমা দেওয়ার পর কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, ‘মধ্য প্রদেশ থেকে রাজ্যসভার প্রার্থী হওয়ার সুযোগ পাওয়ায় দলের (বিজেপি) প্রতি আমি কৃতজ্ঞ| এই রাজ্য আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ|’ এছাড়াও বিহার থেকে রাজ্যসভার প্রার্থী হিসেবে মনোয়ন পত্র জমা দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ| রাজ্যসভা নির্বাচন উপলক্ষ্যে মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন ছিল সোমবার, ১২ মার্চ| ভোট হবে আগামী ২৩ মার্চ|
অন্যদিকে, মহারাষ্ট্র থেকে রাজ্যসভা নির্বাচনের প্রার্থী হিসেবে এদিন মনোনয়ন পত্র জমা দিয়েছেন কংগ্রেস প্রার্থী কুমার কেটকার| বিহার থেকে রাজ্যসভা নির্বাচনের প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) নেতা মনোজ ঝা এবং এ করিম|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *