ত্রিপুরা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতি হচ্ছেন অজয় রাস্তোগি শপথ ১ মার্চ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ ফেব্রুয়ারি৷৷ আগামী ১ মার্চ ত্রিপুরা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করবেন ন্যায়ধীশ অজয় রাস্তোগি৷ এদিন রাজভবনে রাজ্যপাল তথাগত রায় প্রধান বিচারপতিকে শপথবাক্য পাঠ করাবেন৷ জানা গেছে, আগামী ২৮ ফেব্রুয়ারি বর্তমান প্রধানবিচারপতি ন্যায়ধীশ টি ভাইপেই অবসরে যাচ্ছেন৷ এদিন নিয়ম অনুসারে পূর্ণাঙ্গ বেঞ্চ বসবে৷ তারপর সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রধান বিচারপতি ভাইপেইকে সংবর্ধনা জ্ঞাপন করা হবে৷

১ মার্চ নতুন প্রধান বিচারপতি অজয় রাস্তোগি শপথগ্রহণ করে কাজ শুরু করবেন৷ প্রসঙ্গত, ত্রিপুরা হাইকোর্টের প্রথম বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করবেন দীপক গুপ্তা৷ তার পর দায়িত্ব পালন করেন প্রধান বিচারপতি টি ভাইপেই৷ এবার রাজস্থান হাইকোর্টের বরিষ্ঠ বিচারপতি ন্যায়াধীশ অজয় রাস্তোগি ত্রিপুরা হাইকোর্টের তৃতীয় প্রধান বিচারপতি হিসেবে শপথ নিচ্ছেন৷